আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৪ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদেন সামনের রোডে দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। খুলনা দুর্নীতি দমন কমিশন সাজেকা, আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ মহসীন আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শারমিন সুলতানা ও গীতা পাঠ করেন লোপা বসু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সদস্য এইচ মমতাজ হেলেন ও জিএম মামুন হাসান। আলোচনায় বক্তাগন আগামী দিনে সকল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষের উদ্বুদ্ধ করতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।