বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উপলক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন শ্লোগান সহকারে প্রথমে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শাপমোচন বইটি পড়ুন