এম এম নুর আলম ॥ আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস-২৪ উদযাপনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর। “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এ শ্লোগানে মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাধারন সম্পাদক এসকে হাসান, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক গোপাল কুমার মন্ডলসহ বিভিন্ন মহিলা সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।