এম এম নুর আলম \ আশাশুনিতে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। মঙ্গলবার বিকালে সদর ইউনিয়নের মানিকখালী গ্রামে ‘ক’ শ্রেণীর ভূমিহীন (জমি নাই, ঘর নাই) এমন পরিবারের জন্য নির্মিত এ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। এসময় তিনি এ প্রকল্পের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও ঐসব ভূমিহীনদের বসবাসসহ বিভিন্ন বিষয়ে অবগত হন। পরিদর্শনকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, পিআইও সোহাগ খান প্রমূখ উপস্থিত ছিলেন।