বিশেষ প্রতিনিধি/বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় আহলে হাদীছ আন্দোলনের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। আন্দোরনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক হাবিবুলাহ বাহারের সভাপতিত্বে সভায় সহ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব কেরামত আলী, আলহাজ্ব মোজাম্মেল হক, আলহাজ্ব হাবিবুর রহমান, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুল কুদ্দুছ, লুৎফর রহমান নয়ন, নাজিম উদ্দিন, আব্দুস সামাদ, মিজানুর রহমান সেলিম, খন্দকার মোছাদ্দেকুজ্জামান, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রুস্তম আলী, আব্দুল হামিদ, মিজানুর রহমান, মোজাম্মেল হক, খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আয় ব্যয়ের হিসাবসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।