এম এম নুর আলম \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক এক বছর পূর্ণ করায় এক বছরের অর্জন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় সচিত্র আলোচনার মাধ্যমে উঠে আসে, ইউএইচএফপিও ডাঃ মিজানুল হক দায়িত্ব গ্রহনের পর মাত্র এক বছরে হাসপাতালের এক্সরে মেশিন চালু, প্যাথলজি ল্যাব চালু, এনালাইজার মেশিন স্থাপন, আল্ট্রসনো মেশিন স্থাপন ও চালু, কমপ্লেক্সের সংস্কার কাজ করা, আবাসিক এলাকায় শিশু পার্ক স্থাপন, সিজারিয়ান সেকশান পুনরায় চালু, সেবার জন্য বহিঃ বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ রোগির চিকিৎসা সেবা প্রদান, হাসপাতালটি ৩১ বেডের হলেও প্রতিদিন ৪০ অধিক রোগির থাকার ব্যবস্থা করা, অক্সিজেন প্লান্ট স্থাপন এবং সেন্ট্রাল অক্সিজেন লাইন চালুর ফলে সরাসরি রোগিদের বেডেই অক্সিজেন পাওয়ার সুযোগ সৃষ্টিসহ বহুবিধ কার্যক্রম করা হয়েছে। হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে আসছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান বলেন, হাসপাতালের পুকুর থেকে হাসপাতালের জন্য প্রয়োজনীয় পানি পাওয়ার সুযোগ করে দিতে তিনি উপজেলা পরিষদের মাধ্যমে পুকুর খননের জন্য ভ‚মিকা রাখবেন। সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান বলেন, হাসপাতালের শূন্যপদে নিয়োগ এবং ফিল্ড স্টাফদের পদোন্নতির জন্য তিনি দ্রæত কার্যক্রম গ্রহন করবেন। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, আমরা যেমন নিজের পিতা মাতাকে সেবা করি, ঠিক তেমন ভাবে রোগিদেরকে নিজের পিতামাতার মত মনে করে সেবা দিতে হবে। তিনি জনবান্ধব ও রোগিবান্ধব সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টার আহবান জানান। সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরের জন্য চেষ্টা করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। সবশেষে প্রধান অতিথি হাসপাতালের আবাসিক এলাকায় শিশু পার্কের শুভ উদ্বোধন করেন।