আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশন এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফিল্ড সুপার ভাইজার শামছুর রহমান। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন সিঃ ফিল্ড সুপার ভাইজার মাওঃ আজিজুর রহমান। মডেল কেয়ার টেকার মাওঃ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ আসাদ আলী, মোক্তাজুল হক প্রমুখ। সভায় কেন্দ্র পরিচালনায় দায়িত্বশীলতার পরিচয় প্রদান, সহীহ ও শুদ্ধভাবে কোরআন শিক্ষা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।