আশাশুনি ব্যুরো \ সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপজেলা পর্যায়ে উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কোরআন খতম এবং স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা করেছে। বুধবার (২৬ মার্চ) বেলা ১১ টায় আশাশুনি মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন, আশাশুনি এ কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন করে। মডেল কেয়ার টেকার মাওঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মাওঃ শাহজাহান কবির, সাধারণ কেয়ারটেকার মোত্তর্াজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাওঃ আব্দুল ওয়াজেদ,মাওঃ আব্দুল খালেক প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বেলাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ১৫০টি কেন্দে্রর পুরুষ ও মহিলা শিক্ষক গণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন।