বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীসহ দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় এসআই সফিউলাহ, আব্দুল জব্বার ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে শাহদাৎ হোসেন (২২)কে চেউটিয়া এলাকা থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেন। পরে এ সংক্রান্ত থানায় নিয়মিত মামলা নং-৬(২)২০২২ রুজু করা হয়। অপরদিকে, এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলার আসামী বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের সালাউদ্দিন সরদারের ছেলে ইমন সরদারকে গোয়ালডাঙ্গা এলাকা থেকে আটক করেন। আটককৃত আসামীদেরকে বিচারার্থে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।