এম এম নুর আলম \ আশাশুনিতে নতুন/অতিরিক্ত উপকারভোগি নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জিসিএ প্রকল্পের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত মূল আলোচনা উপস্থাপন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ ইকবাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক একেএম শফিউল আজম। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় কর্মশালায় উপজেলার ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ অংশ নেন। সবশেষে গ্র“পে বিভক্ত করে উপকারভোগী নির্বাচন চুড়ান্তকরণ আলোচনা করা হয়।