আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা আওয়ামীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আলহাজ্ব আবম মোসাদ্দেক, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, ঢালী মোঃ সামছুল আলম, তরুন কান্তি সরকার, এ্যাড. দেবাশীষ মুখার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা মিলন, আইন বিষয়ক সম্পাদক শম্ভুনাথ সিংহ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন আঙ্গুর, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রমেশ মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান মোস্তাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অরুন চন্দ্র রায়, যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়বার রহমান তৈবর, শ্রম সম্পাদক আহসান উল্লাহ আছু, স্বাস্থ্য ও জনশক্তি বিষয়ক সম্পাদক সুমন মুখার্জী, সহ দপ্তর সম্পাদক হাফিজুর রহমান ক্যাপ্টেন, কোষাধ্যক্ষ হিরুলাল বিশ্বাস, এবং উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য প্রভাষক মোনায়েম হোসেন, অহিদুল ইসলাম মোল্যা, আব্দুলাহেল বাকী বাচ্চু, রমজান আলী মোড়ল, সালাহ উদ্দীন বকুল, অমীয় কুমার সোম, ছোহরাব হোসেন মোড়ল, হুমায়ুন কবির মন্টু, ইদ্রিস আলী, হারুন অর রশিদ, রজব আলী সরদার, পরেশ অধিকারী, আসমাউল হুসাইন, মনিরুজ্জামান বিপুল, এজদান আলী, শাহিনুর আলম, সাজ্জাত হোসেন, কাশিনাথ মন্ডল, আবুল কাসেম খোকা, বদিয়ার রহমান বদি, লালন সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী, আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী প্রমুখ। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ১৫ আগস্ট আশাশুনি সদরসহ সকল ইউনিয়নে যথাযথ ভাবে শোক দিবস পালন, ১৭আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশ, ২১আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতি এবিএম মোস্তাকিম ঘোষণা প্রদান করেন, অনুমোদিত পূর্ণাঙ্গ উপজেলা কমিটির সকল সদস্যদের নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবর জিয়ারত ও কমিটির পরিচিতি সভা করা হবে।