আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৩ দিনের কর্মশালার প্রথম দিন শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশাশুনি সরকারি কলেজ হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সারোয়ার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, নির্বাচনীয় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল, এস আই শাহিন আলম প্রমুখ। তিন দিনের প্রথম দিনে ৮৭ টি কেন্দ্রের জন্য বাছাইকৃত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা, তালা, দেবহাটা, শ্যামনগর কালীগঞ্জ ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ।