বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে এক রাতেই একাধিক বাড়ি ও দোকানে দুঃসাহসিক চুরি ও দস্যুবৃত্তির ঘটনা ঘটেছে। এসময় চোর ও দস্যুরা নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে নাকতাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের মৃত নাঈম উদ্দিন সানার ছেলে ফজলুর রহমান জানান, রাত্র ১২.৩০ টার দিকে বিল্ডিং এর কাঠের জানালার লক ভেঙে দস্যুরা ঘরের ভিতরে ঢুকলে আমরা জেগে গেলে আমাদেরকে জিম্মি করে রাখা হয়। এরপর বাক্স ও শোকেসের ড্র ভেঙে নগদ ৪০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নেয়। পরে চাবি নিয়ে পাশের দোকানের সিন্দুক ভেঙে ৬ লক্ষাধিক নগদ টাকা নিয়েগেছে। এছাড়াও রাত আড়াইটার দিকে নাকতাড়া বাজারের পশ্চিম দিকে মৃত চিত্ত দাসের ছেলে পবিত্র দাসের বাড়ির দোতলা হতে লক্ষাধিক টাকার মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে পবিত্র মন্ডল জানান। এরপর পবিত্র মন্ডলের বাড়ির সামনে সুভাষ গাইনের ছেলে উজ্জ্বল গাইনের দোকানের তালা ভেঙ্গে ২৫ কার্টুন ডার্বি সিগারেট, বেনসন সিগারেট ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেছে বলে উজ্জ্বল গাইন জানান। জানতে পেরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে চোর ও দস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু জানান, এলাকায় একই সাথে কয়েকটি চুরির ঘটনা ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাজারে কয়েকটি সিসি ক্যামেরা আছে, যার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করি খুব দ্রæত ঘটনার সাথে জড়িতদের প্রশাসন শনাক্ত করতে পারবে।আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, চুরির ঘটনা জানার সাথে সাথে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। জড়িতদের গ্রেফতার করতে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হচ্ছে।