আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটির এড. শেখ আলা উদ্দীনের পিতা শেখ ইয়াছিন আলী (১০৫) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর খরিয়াটিস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। শেখ ইয়াছিন আলী বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। রবিবার দিবাগত রাত ৯টা ৪০মিনিটের দিকে তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ৬ কন্যা ও ৩ পুত্র সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ জোহর খরিয়াটি শাহী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার শেখ আঃ গনি, এস আই শেখ আঃ ররহিম, খুলনা জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সাতক্ষীরা আইনজীবি সহকারী সমিতির সভাপতি আঃ ছাত্তার, সাবেক সভাপতি আঃ হান্নান, আইনজীবি সহকারী মাকফুর রহমান, অলিয়ার রহমান, অমল কুমার গাইন, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মশিউর রহমান, সাবেক কৃষি কর্মকর্তা মোজাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।