আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এনজিও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। মৌমাছি এনজিও’র নির্বাহী পরিচালক সুশান্ত মলিকের সঞ্চালনায় উক্ত সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দিপন কুমার বিশ্বাস, উপজেলা জনস্বস্থ্য প্রকৌশলী অফিসের প্রবীর কুমার সাধু প্রমুখ। এসময় আশাশুনিতে কর্মরত বিভিন্ন এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।