আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম। এসময় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীসহ উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে ওসি মমিনুল ইসলাম পিপিএম বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করাসহ উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে আমরা মাঠে থাকবো। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি মন্ডপে শান্তি পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে যাহা যাহা করা লাগে আমরা সেটা করতে প্রস্তুত। উলেখ্য, এ বছর উপজেলার মোট ১০৮টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।