এম এম নুর আলম ॥ আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর সাথে মতবিনিময় করেছেন আশাশুনি উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। সোমবার সকালে অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান, আশাশুনি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোপাল কুমার মন্ডল, শোভনালী ইউনিয়ন সভাপতি ফরহাদ হোসেন নয়ন, সাধারন সম্পাদক আজমীর হোসেন, কুল্যা ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন আঙ্গুর, সাধারন সম্পাদক আবুল হোসেন, কাদাকাটি ইউনিয়ন সভাপতি আসিফ ইকবাল রিপন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, বড়দল ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মিঠু, দরগাহপুর ইউনিয়ন সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু হাসান, বুধহাটা ইউনিয়ন সভাপতি এজদান আলী, সাধারন সম্পাদক ইদ্রিস আলী, আনুলিয়া ইউনিয়ন সভাপতি শওকাত হোসেন, সাধারন সম্পাদক এটিএম গাজী, শ্রীউলা ইউনিয়ন সাধারন সম্পাদক আল মামুন, খাজরা ইউনিয়ন সভাপতি বিপ্লব দাশ, সাধারন সম্পাদক আনারুল গাজী, প্রতাপনগর ইউনিয়ন সভাপতি আব্দুল বারেক, সাধারন সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।