বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে সোমবার এসআই ফকির জুয়েল রানা ও এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-১৬৯/২১, সিসি-৬৫/১৮ ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত জ্যোতি সানার ছেল সত্য সানা ও বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের মৃত শমসের আলী সরদারের ছেলে আব্দুল জলিল সরদারকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করেন। আটককৃত আসামীদেরকে বিচারার্থে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।