আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক এর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ নাইম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক কবির আহমেদ, পরিসংখনবিদ আব্দুল খালেক প্রমূখ বক্তব্য রাখেন। মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও সিএইচসিপি’র সদস্যরা অংশ নেন। সভায় মাসিক রিপোর্ট, কমিউনিটি ক্লিনিক গুলো নিয়মিত খোলা রেখে স্বাস্থ্য সেবার মান উন্নত করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।