এম এম নুর আলম ॥ আশাশুনিতে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিমের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় চাপড়া রিভারভিউ কেঁওড়া পার্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন, জিএম আল ফারুক, এসএম আহসান হাবিব, আলী নেওয়াজ, এসকে হাসান, সমীর রায়, সোহরাব হোসেন, আব্দুস সামাদ বাচ্চু, এমএম সাহেব আলী, আকাশ হোসেন, এম এম নুর আলম, জাকির হোসেন, এসকে বাদশা, বিএম আলাউদ্দীনসহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চতুর্থবারের জন্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সাংবাদিকগণ তাদের বিভিন্ন সমস্যা উপজেলা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন।