এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বহু ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রচন্ড গতির ঝড়ে ঘরবাড়ি ও গাছগাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খাজরা ইউনিয়নে শতাধিক কাচা ঘর, মৎস্য ঘেরের টং ঘর ঝড়ে উড়ে গেছে। গাছ পড়ে প্রায় ১২ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। খাজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান জানান, ঝড়ে বহু ঘরের টিনের চাল উড়ে গেছে। এছাড়া মৎস্য ঘেরের টং ঘরগুলোও ধ্বংস হয়েছে। কাপসন্ডা গ্রামের মামুন সানা জানান, ‘ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ দমকা হাওয়া এসে ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। মাত্র আধাঘণ্টার ব্যবধানে আমরা নিঃস্ব হয়ে গেছি। রাত থেকে রান্না হয়নি, খেতেও পারিনি।’ শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু জানান, শ্রীউলা ইউনিয়নের উত্তর পুইজালা ঋষি পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবর্ষের ১১টি গৃহ রয়েছে। যেখানে ভ‚মিহীন ও গৃহহীনরা বসবাস করে। ঝড়ে মধাব দাশ ও অশোক দাশের ঘরের টিনের চাল সম্পণূ উড়ে অন্যত্র গিয়ে পড়েছে। পাশের আরও দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, উপজেলার বুধহাটা, আশাশুনি সদর, প্রতাপনগর, কুল্যা, কাদাকাটি ও বড়দল ইউনিয়নেও অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান জানান, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে যাচাই-বাছাই করে সহায়তা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। এ ছাড়া বিদ্যুৎ সংকটের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।