আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে কৃষক কৃষাণিদের মাঝে এসএসিপি রেইনস উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচারাল ফর ইম্প্রভড ফুড এন্ড নিউট্রিশন এসএসিপি-রেইনস উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪১ জন কৃষক-কৃষাণির মধ্যে এমওপি ও জৈব সার, স্প্রে মেশিন, নেট, ঝাঝরি, পলিমাসসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। অনুষ্ঠানে এইও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।