বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে বোরো হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এসএল ৮ এইচ মদিনা-১ ও ব্রি হাইব্রিড-৩ জাতের ধানের বীজ বিতরণ করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। এসময় উপজেলার ২ হাজার ২০০ জন কৃষককে এক বিঘা করে জমি চাষাবাদের জন্য ২ কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয়। বিতরন কার্যক্রম পরিচালনা করেন, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।