আশাশুনি প্রতিনিধি \ বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বিআরডিবি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী। সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সমরেশ মন্ডল, আবুল কাশেম, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, কৃষকলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আইন সম্পাদক এম এম সাহেব আলী প্রমূখ। সভায় ১৭ মার্চ জাতির জনকের জন্ম বার্ষিকী পালন, ১৯ মার্চ কালিগঞ্জ কৃষক সমাবেশে যোগদান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৯ এপ্রিল কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।