বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে ও এসএপিপিও বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম আব্দুল ওহাব, শিবপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মলি¬ক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দীন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, জাহিদ হাসান, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আমন দানের কর্তন, সরিষা আবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।