আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন” প্রকল্পের আওতায় উপজেলার ১১ ইউনিয়নের ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্যদের অংশ গ্রহনে এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, এসআই বিজন কুমার, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী প্রমুখ আলোচনা রাখেন। সভায় ক্লাব গুলোর নতুন কমিটি গঠন, নিয়ম মাফিক ক্লাব পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।