আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে খ্রিস্টান ধর্মালম্বীদের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী বড়দিন পালনের কার্যক্রম শুরু হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার রাত ১২.০১ মিনিটে উপজেলার সকল গীর্জা ও চার্চে বিভিন্ন কর্মসূচি পালন কার্যক্রম শুরু হয়েছে। বড়দল ক্যাথলিক মিশন কর্তৃক প্রতি বছরের ন্যায় মহা ধুমধামের সাথে ও ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্যদিয়ে যিশু খ্রীস্টের জন্ম দিবস (বড়দিন) উদযাপনের কার্যক্রম শুরু করা হয়। ৭দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বড়দিনের বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে সাথে বাণী পাঠ, ধর্মীয় গান পরিবেশন করা হয়। পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় সকল আচার অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে আগষ্টিং গাইন, জ্যাকব আচারী, জগদিশ সিং, অলান্দ মন্ডল, মন্টু মন্ডল, জগদিশ মন্ডল, পিউষ হালদার, দমিনিক সিং প্রমুখ গ্রাম্য কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।