বিশেষ প্রতিনিধি \ গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবীতে আশাশুনিতে বিএনপি’র উদ্যোগে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পদযাত্রা শুরু করা হয়। বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়িতে গিয়ে শেষ হয়। এরপর বেলা ১১ টায় নাকনাতড়া কালিবাড়ি বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, রবিউল ইসলাম ছোট, যুব দলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সোহাগ, কৃষক দলের সভাপতি আমির হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মিসজানুর রহমান প্রমুখ।