বিশেষ প্রতিনিধি \ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি করেন। এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাদ জোহর বিভিন্ন জামে মসজিদে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে বিভিন্ন মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। রাত্র ১০.০০ থেকে ১০.০১ মিনিট প্রতীকি বøাক আউট করা হয়।