এম এম নুর আলম ॥ আশাশুনিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, পিআইও মোঃ সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিল্লাল হোসেন সহ সরকারি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাদ জোহর বিভিন্ন মসজিদে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে বিভিন্ন মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।