আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুফলবোগিদের মাঝে গরু ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার ২০২৩-২৪ অর্থবছরে সুফলভোগীদের ৬৩ পরিবারকে ৬৩ টি গরু এবং দুই ধাপে (১৫০+১১৯.৬) ২৬৯.৬ কেজি করে গোখাদ্য বিতরণ করা হয়। এছাড়া এসময় ২১০ পরিবারকে ২০ টি করে হাঁস এবং ৯ কেজি করে হাঁসের দানাদার খাদ্য বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপের খাদ্য বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফা, প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান প্রমুখ।