আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ভিন্ন ভিন্ন জায়গা থেকে ১কেজি ৬শত গ্রাম গাঁজাসহ দোলাভাই ও শালিকাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এসময় বড়দল গ্রামের মহাব্বত ঢালী(৪৫) ও তার শালীকা ময়না খাতুন(৩০)-কে ১কেজি ৬শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, বুধবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের মৃত আমজাদ ঢালীর ছেলে মহাব্বত ঢালীর ঘরের মেঝে খুড়ে ৮শত গ্রাম পরে মহব্বতের শালিকা ও রাজেন গাজীর স্ত্রী ময়নার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের দেওয়াল খুড়ে ৪শত গ্রাম গাঁজা এবং একই গ্রামের শুকুর খাঁ’র স্ত্রী ফিরুজা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৪শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় রেহেনা খাতুন ও ফিরুজা খাতুন পালিয়ে মেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ এর আইনে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে আশাশুনি থানায় দুটি ৪/১৭৬ ও ৬/১৭৮ মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশাশুনি থানার অফিসার ইনর্চাজ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।