বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সর্বমোট ১শত ১০ গ্রাম গাঁজাসহ পৃথক দুই গাঁজা ব্যবসায়ী, এক চোরসহ সর্বমোট ৪ আসামীকে আটক করা হয়েছে। থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে শুক্রবার এসআই অভীক বড়াল ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের রফিকুল সরদারের ছেলে মতিয়ার রহমান সরদার (৪০) কে তেঁতুলিয়া বাজার থেকে ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনতে আটক করেন। পরে এসংক্রান্ত আশাশুনি থানায় নিয়মিত মামলা নং-২৩(১)২২ রুজু করা হয়। অপরদিকে, এসআই সফিউলাহ মোল্যা ও এএসআই আব্দুর জব্বার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের কালাম বিশ্বাস এর ছেলে কবিরুল বিশ্বাস (২০)কে বুধহাটা এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনতে আটক করেন। পরে এসংক্রান্ত আশাশুনি থানায় নিয়মিত মামলা নং-২৪(১)২২ রুজু করা হয়। এদিকে, এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানার চুরি মামলা নং-১৮(১)২২ এর আসামী শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে সহিলউদ্দীন সরদার (৬০)কে সোদকনা এলাকা থেকে আটক করেন। এছাড়াও এএসআই তপন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২১৯/১৯ ওয়ারেন্টমূলে উপজেলার মির্জাপুর গ্রামের জালাল সানার ছেলে আছাদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃত সকল আসামীদেরকে শনিবার দুপুরে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।