বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই সিয়াবুল ইসলাম ও এএসআই সোহান হোসেন অভিযান চালিয়ে কুল্যা ইউনিয়নের আইতলা গ্রামের রেজাউল মোল্যার ছেলে মিঠুন মোল্যাকে গ্রেফতার করেছেন। সে কুল্যা এলাকায় মাদক বিক্রয় করছিল। তাকে গাঁজা বিক্রয়কালে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এব্যাপারে আশাশুনি থানায় ১৫(০৭)২৩ নং মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রবিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।