আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ২০৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন। গণ ভবন থেকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় আশাশুনি উপজেলার ২০৭ পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হলে আশাশুনি এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে স্থানীয় গৃহ ও জমি প্রাপ্তদের জমি ও গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড়, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, পিআইও সোহাগ খান প্রমুখ। উল্লেখ্য, আশাশুনিতে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২১টি গৃহের মধ্যে ১৪টি উদ্বোধন ইতিপূর্বে হওয়ায়, বাকী ২০৭টি ঘরের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। উদ্বোধনকালে প্রত্যেকের হাতে ঘরের প্রয়োজনীয় কাগজপত্র ও চাবি তুলে দেওয়া হয়।