আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীন মিনারে সভাপতি রফিক আহমেদ ও সম্পাদক কামরুজ্জামানের নেতৃত্বে পুষ্প মাল্য অপর্ন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি সদও ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, সাজ্জাদুল হক প্রমুখ। পরে সকাল ১১টায় আশাশুনি বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার সভাপতি রফিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন, গ্রাম ডাক্তার তারিক হোসেন, আব্দুল মজিদ, আবুল কালাম আযাদ, তরুণ কুমার বিশ্বাস, আব্দুস সবুর, শেখ বাদশা প্রমুখ।