আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ঘূর্ণিঝড় “মোচা” মোকাবেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতিনিধি ডাঃ আব্দুল রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ নাজিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ছাইদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি এস আই জাহাঙ্গীর হোসেন, এ্যাকাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম মোড়ল, উপজেলা সিপিপি সভাপতি আঃ জলিল মোড়ল, উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি, সিপিপি নেতৃবৃন্দ, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় ঘূর্ণিঝড় “মোচা” এর আপডেট এবং ঘূর্ণিঝড় ‘মোচা’র প্রভাবে উপজেলায় ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি বাস্তবায়নের জন্য দায়িত্ব বণ্টন করা হয়। এসময় প্রত্যেক ইউনিয়নে ট্যাড অফিসারের নেতৃত্বে কমিটি গঠনের পাশাপাশি তাদের দায়িত্ব বণ্টন, উপজেলার ৪টি মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চিন্থিত করনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং এনজিও উত্তোরণের সমন্বয়ে সেগুলো দেখভালসহ ঘূর্ণিঝড় ‘মোচা’ মোকাবেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।