বিশেষ প্রতিনিধ ॥ আশাশুনিতে দিনে দুপুরে মোঃ রাসেল (২৭) নামের এক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ইজিবাইক চালক রাসেল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মোঃ আকবার আলীর পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর পিতা আকবার আলী জানান, তার পুত্র রাসেল প্রতিদিনের ন্যায় ১লা এপ্রিল সোমবার সকাল সাতটার দিকে ইজি বাইক নিয়ে বেরিয়ে আশে। সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন যে তার পুত্র অজ্ঞান অবস্থায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সরজমিনে কয়েকজন রোগীর স্বজন জানান, বিকাল ৪টার দিকে হাসপাতালের ৩য় তলায় একটি বেঞ্চের উপর শুয়ে থাকতে দেখি। সন্ধ্যার দিকে সে মাটিতে পড়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ কে জানানো হয়। এব্যাপারে হাসপাতালের কার্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে জানতে পেরে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো তার জ্ঞান না ফেরায় সঠিক তথ্য বলা যাচ্ছে না। বিষয়টি আশাশুনি থানায় হাসপাতালের পক্ষ থেকে জানানো হলে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।