বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে চোর সিন্ডিকেটের দুইজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে এসআই মোল্যা জুয়েল আহমেদ, এসআই সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় চুরি মামলা ২৪(১২)২৩ এর আসামী উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে শাহিনুর ইসলাম ওরফে শাহিন সরদার (৪৬) কে নিজ নিজ এলাকা হতে আটক করেন। আটককৃত আসামীদের রোববার দুপুরে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।