বিশেষ প্রতিনিধি \ মহামারী করোনা ভাইরাস এর তৃতীয় ঢেউয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের বিভিন্নস্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা ছাত্রলীগের দিকনির্দেশনায় সচেতনতামূলক প্রচার কার্যক্রমটি আশাশুনি জনতা ব্যাংক মোড় থেকে শুরু করা হয়। এসময় উপজেলা পরিষদ ও বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঘুরে এ কার্যক্রম পরিচালনা করেন সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণকালে আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন হুসাইন, সহ-সভাপতি নূর মোহাম্মদ শান্ত ও সাহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা রেজওয়ান, নাইম, আমিনুর, লিমন, স্বাধীন, সাব্বির, রানা, প্রমূখ উপস্থিত ছিলেন ।