আশাশুনি প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়ায় আশাশুনিতে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের বিভিন্ন সড়কে এ আনন্দ মিছিল ও জনতা ব্যাংক মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা ছাত্রলীগের আয়োজনে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্স থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ সড়ক হয়ে জনতা ব্যাংক মোড়ে পথ সভায় মিলিত হয়। উপজেলা নব গঠিত কমিটির সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক। উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিঠুন ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা তাঁতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, জেলা যুব মহিলালীগ সেক্রেটারী সীমা সিদ্দিকী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, আশাশুনি সরকারি কলেজ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।