এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার কোদন্ডা হাইস্কুলের এক ছাত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চার্জশীটভুক্ত আসামী প্রধান শিক্ষক দুঃখীরাম ঢালীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আশাশুনি, সাতক্ষীরার বিচারিক আদালত। রোববার রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করে পাবলিক প্রসিকিউটর এড. জহুরুল হায়দার। তাকে সহযোগিতা করেন এড. শহীদুল ইসলাম পিন্টু, এড. একে আজাদ ও এড. বদিউজ্জামান বাচ্চু। আসামী পক্ষের আইনজীবি ছিলেন, এড. লুৎফর রহমান ও এড. হায়দার আলী। এড. একে আজাদ জানান, শিক্ষার্থীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চার্জশীটভূক্ত আসামী আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বেউলা গ্রামের মৃত. বিন্দু চরণ ঢালীর পুত্র দুঃখীরাম ঢালী মহামান্য হাইকোর্ট থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন। রোববার আশাশুনি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালত দীর্ঘ শুনানী শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। দুঃশ্চরিত্র, দ্বৈত নাগরিক প্রধান শিক্ষকের জামিন নামঞ্জুর হওয়ায় বাদী পক্ষের আইনজীবি, বাদীর পরিবারসহ স্কুলের অধিকাংশ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। উলেখ্য, প্রধান শিক্ষক দুঃখীরাম ঢালী ১০ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়াকালীন সময়ে অশালীন কথাবার্তা, টানা হেচড়াসহ বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। মামলায় উলেখিত ঘটনার দিন বিকালে পড়ার পরে একা পেয়ে তার ওড়না ধরে টানাটানি করা এবং জাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটান ওই প্রধান শিক্ষক। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৭ মে’২২ তারিখে মামলা দায়ের করে। যার জিআর মামলা নং-১১৬/২২। প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ ও পরে এসআই গোলাম মোস্তফা মামলার ৬ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও সরেজমিনে ঘুরে দীর্ঘ তদন্ত শেষে ভিকটিমের দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমানিত হওয়ায় আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন।