আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিজোযন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে একদিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক। কীটনাশক প্রয়োগ ছাড়াই নিরাপদ সবজি চাষ, ঘেরের আইলে সবজি ও তরমুজ চাষ, আমন ধানের মধ্যে সরিষা রিলে ক্রপ চাষ, ভার্মিং কম্পোষ্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতি. উপ-পরিচালক (সরিষা) ইকবাল আহমদ, প্রকল্প পরিচালক ফজলুল হক খান, মনিটরিং অফিসার ধীমান চন্দ্র মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাবৃন্দ প্রকল্পের অধীনে চাষাবাদকৃত ক্ষেত পরিদর্শন করেন।