বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১১ ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রত্যেক ইভেন্টে ১ম স্থান অধিকারীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘ক’ গ্রুপ এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ বিভক্ত হয়ে পৃথক পৃথকভাবে খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাব প্রতিযোগিতায় ৫৪ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। সকল ইভেন্টের ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় উপজেলার প্রতিনিধিত্ব করবে। সকাল দশটায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।