এম এম নুর আলম ॥ সারা দেশের ন্যায় আশাশুনি উপজেলার সকল স্কুল ও মাদ্রাসায় জাতীয় বই বিতরণ উৎসব দিবস-২০২৪ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়াম্যান অসীম বরন চক্রবর্তী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠানে ৯ম শ্রণীর পাঠ্যপুস্তক না আসায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও আশাশুনি মাধ্যামিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় বই বিতরণ উৎসব দিবস-২০২৪ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।