আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে উপজেলার শ্রেষ্ট মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বিআরডিবি মিলনায়তনে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩জন মৎস্য চাষী ছাইফুল ইসলাম, সাজ্জাদুল হক ও আব্দুল আওয়ালের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক এর সঞ্চালনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস-চেয়ারম্যান মুসলিমা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, মেরিন অফিসার রত্মা রানী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন প্রকৃতির মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।