বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, পিআইও সোহাগ খান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, জাতীয় মৎস্যজীবি সমিতির মহা সচিব রফিকুল ইসলাম মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকার কুমার সরকার দিপ, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ, শোভনালী চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ। সভায় ২৪ থেকে ৩০ জুলাই মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিমিয় সভা, মৎস্য সপ্তাহের উদ্বোধন, মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মাটি-পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি, সুফল ভোগিদের তালিকা তৈরি ও সমাপনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।