এম এম নুর আলম ॥ জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, গাছের চারা, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যু উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ। ‘স্মার্ট যুবক সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ যুবকদের উন্নয়নে সরকারের গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ড তুলে ধরে যুবকদের সাবলম্বী হতে উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সংগঠক হিসাবে মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক, উদারতা যুব ফাউন্ডশনের নিলিমা মন্ডল, মধ্যম চাপড়া বন্ধন যুব সংঘ, আনুলিয়ার শেখ রাসেল যুব সংঘকে এবং সফল আত্মকর্মী তানিয়া সুলতানা, ফারুক হোসেন, আবুল কাশেম, হাফিজুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে গৌতম ঢালীকে ২ লক্ষ টাকার ও ওবায়দুল ইসলামকে ৬০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জনকে সনদ ও ভাতার টাকা এবং ৫০ জন প্রশিক্ষিত যুবকে গাছের চারা বিতরণ করা হয়।