আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আশাশুনিতে কর্মরত শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের অংশ গ্রহনে র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আশাশুনি সরকারি কলেজ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও শিরিন বাহার যুথী’র যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের সাবেক ইনচার্জ আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মাদ্রাসার পক্ষে সহকারী শিক্ষক মোস্তাহিদ, প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক আব্দুর রহিম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমূখ।