আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২১ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টার ট্রেনিং কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ (২য় গ্রুপ) এর আশাশুনিতে নিয়োগ প্রাপ্ত ৩৬ জন সহকারী শিক্ষক। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে পরিবর্তিত শিক্ষাক্রম সম্পর্কে ধারনা প্রদান, চাকরি বিধি, প্রাথমিক শিক্ষা কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, পাঠ দানের কৌশল, পাঠটিকাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।